আঘাত হানছে ঘূর্ণিঝড় ইয়াশ
26/05/2021
Abdur Razzak Razu
পূর্নিমার জোয়ার আর পূর্ণ চন্দ্রগ্রহণ দুই মিলে আরো শক্তিশালী হয়ে আঘাত হানছে ঘূর্ণিঝড় ইয়াশ।এখনো এখান থেকে ৩০০-৩৫০ কিঃমি দূরে, এতেই এই অবস্থা।
আমাদের দুবলা ফরেস্ট অফিসের অফিস,স্টাফ ব্যারাক, মসজিদ, রান্নাঘর আগেই পানিতে,একমাত্র মিস্টি পানির উৎস পুকুরটাও লবণ পানিতে ডুবে গেছে। হরিণের কিছু ছোট বাচ্চাগুলো আশ্রয় নিয়েছে পুকুর পাড়ে, বাকি গুলোর কি অবস্থা জানা নেই।
এতটা সার্ভাইভাল অবস্থায় টিকে থাকাটাই জরুরী।
দূর্যোগের সময় মানুষ, বণ্যপ্রাণী, বন কতটা অসহায় তা উপকূলে না থাকলে কোনদিনই জানা হতো না। মেইন ঝড়টা এখনো আঘাত আনে নাই।
তাই সবাই দোয়া করবেন।
বেঁচে থাকলে, আবার দেখা হবে, কথা হবে।
No comments